মঙ্গলবার

২১:০৩:০৭

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

তারেক রহমান আবেদন করলেই এক ঘণ্টায় ট্রাভেল পাস পাবেন!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনো ট্রাভেল পাসের আবেদন করেননি বলে নিশ্চিত করেছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশন সূত্র জানায়, তিনি আবেদন করলেই এক ঘণ্টার মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করা সম্ভব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও জানান, তারেক রহমানের ট্রাভেল পাস ইস্যুর বিষয়টি এখন “স্বাক্ষর আর সিলের ব্যাপার মাত্র”।

হাইকমিশন সূত্রের বরাতে জানা যায়, তারেক রহমানের পক্ষে এখন পর্যন্ত কোনো আবেদন বা আনুষ্ঠানিক অনুরোধ জমা পড়েনি। তবে তার ঘনিষ্ঠ দুজন বিএনপি নেতা হাইকমিশনে যোগাযোগ করে ট্রাভেল পাস ইস্যুর সময় জানতে চান। জবাবে হাইকমিশনের কর্মকর্তারা জানান, ছবি, পুরোনো পাসপোর্ট বা নাগরিকত্ব সনদসহ প্রয়োজনীয় নথি পাঠালেই দ্রুত সময়ের মধ্যেই তারেক রহমানের জন্য বিশেষায়িত ট্রাভেল পাস ইস্যু করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাধারণ বাংলাদেশিদের জন্যও একদিনেই ট্রাভেল পাস পাওয়া সম্ভব। তবে পূর্বে মেশিন রিডেবল পাসপোর্ট না থাকলে বা চট্টগ্রাম–কক্সবাজারের বাসিন্দা হলে তদন্ত প্রক্রিয়া কিছুটা সময় নেয়। তবে তারেক রহমানের ক্ষেত্রে কোনোরকম বিলম্ব হওয়ার সুযোগ নেই বলেই সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন থেকে বিশেষজ্ঞ দুই চিকিৎসক ঢাকায় আসছেন বলে নিশ্চিত করেছে দলের একটি সূত্র। মঙ্গলবার সকালে তাদের ভ্রমণসংক্রান্ত নথি সংগ্রহ করে বিকেলেই ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা। এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বিদেশি বিশেষজ্ঞরা তাকে দেখে মেডিকেল বোর্ড প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, “যদি ট্রান্সফার প্রয়োজন হয়, যদি বোর্ড মনে করে—তাহলে তাঁকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে।”

তিনি আরও জানান, ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত খালেদা জিয়ার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে তাকে বিদেশে নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, তারেক রহমানের দেশে ফেরা এবং ট্রাভেল পাস ইস্যু—সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, ট্রাভেল পাস বা পাসপোর্ট নিয়ে কোনো জটিলতা হবে না। সরকারেরও সদিচ্ছা রয়েছে বলে তিনি মনে করেন।

তারেক রহমান ২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান এবং গত ১৭ বছর ধরে সেখানেই অবস্থান করছেন। সম্প্রতি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সংকটকালে মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও সিদ্ধান্ত এককভাবে নেওয়ার সুযোগ তার নেই।

বর্তমান পরিস্থিতি দ্রুতই বদলে যেতে পারে—এমনটাই বলছে রাজনৈতিক মহল।

এমএফ/বিকল্পকন্ঠ

#TariqueRahman #KhaledaZiaHealth #TravelPassBD #BNPUpdate #BangladeshPolitics

আরও পড়ুন

Scroll to Top