বাংলাদেশ নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগকে অবৈধ ঘোষণা এবং নির্বাচন কমিশনের নিজস্ব লোকবল গঠনসহ ‘ইলেক্টোরাল সার্ভিস কমিশন’ প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছে। দলের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম বুধবার (৩ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।
রিটে আদালতের কাছে রুল জারি করার আবেদন জানানো হয়েছে এবং রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থগিত রাখারও অনুরোধ করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, নির্বাহী বিভাগের কর্মকর্তাদের দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় পরিচালনা এবং নির্বাচন ব্যবস্থাপনা সংবিধানের পরিপন্থী। সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের, আর নির্বাহী বিভাগ তাদের সহযোগিতা করবে। কিন্তু বাস্তবে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাহী বিভাগের কর্মকর্তাদের—যা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে এবং প্রতিটি নির্বাচনে বিতর্ক সৃষ্টি করে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন বিচার বিভাগের মতোই একটি স্বাধীন প্রতিষ্ঠান। তাই কমিশনের নিজস্ব সিভিল সার্ভিস থাকা প্রয়োজন, যার মাধ্যমে সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া সম্ভব হবে। এর ফলে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত একটি নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা যাবে।
রিটকারী আইনজীবী ইয়ারুল ইসলাম বলেন, সরকার ও নির্বাচন কমিশন ইতিমধ্যে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে বৈঠক করেছে, যা তাদেরই নির্বাচন পরিচালনার ইঙ্গিত বহন করে। আবারও ডিসিদের নির্বাচন পরিচালনার দায়িত্ব দিলে ‘প্রভাবিত নির্বাচন’ হওয়ার আশঙ্কা প্রবল। তিনি আরও বলেন, ইউনিয়ন ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন পরিচালনায় যুক্ত করতে হবে এবং নির্বাচন কমিশনের সচিবকে অপসারণ করতে হবে। অন্যথায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
আগামী সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।
এমএফ/বিকল্পকন্ঠ
#ElectoralReformBD #BangladeshPolitics #HighCourtRit #ECIndependence #FairElectionNow
Facebook Link – https://www.facebook.com/Bikalpokontho
Website Link – https://news.mahbubuniversalbusiness.com
YouTube Link – https://www.youtube.com/@BikalpoKontho
#bikolpokontho #বিকল্পকন্ঠ #Update_news