মঙ্গলবার

১৯:৩০:০১

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

নির্বাচনের জন্য সশস্ত্র বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে : ড. মুহাম্মদ ইউনূস

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্বিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বুধবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা দেশের নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর অবদানকে বিশেষভাবে প্রশংসা করেন।

কোর্স সম্পন্নকারীদের উদ্দেশে তিনি বলেন, “বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও উল্লেখ করেন, ন্যাশনাল ডিফেন্স কলেজ নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে যথাযথ ভূমিকা রাখছে।

ড. মুহাম্মদ ইউনূস স্মরণ করান, “মুক্তিযুদ্ধের আমাদের ঐতিহাসিক বিজয়ের মাস ডিসেম্বর বিশেষ। যারা জীবন উৎসর্গ করেছেন, আমরা তাদের অত্যন্ত গর্বের সঙ্গে স্মরণ করি। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যারা জীবন উৎসর্গ করেছেন ও আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা অম্লান।”

গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আনন্দময় মুহূর্তে তিনি দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনার জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, “চলুন আমরা জাতীয় নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং দেশের মানুষের পক্ষে আল্লাহর কাছে দোয়া করি।”

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এই বার্তা রাজনৈতিক প্রেক্ষাপটের পাশাপাশি মানবিক এবং দেশপ্রেমিক আবেদন হিসেবে ধরা হচ্ছে।

এমএফ/বিকল্পকন্ঠ

#NationalElectionsBD #MuhammadYunus #KhaledaZiaHealth #BangladeshSecurity #DefenceGraduation

Facebook Link – https://www.facebook.com/Bikalpokontho
Website Link – https://news.mahbubuniversalbusiness.com
YouTube Link – https://www.youtube.com/@BikalpoKontho
#bikolpokontho #বিকল্পকন্ঠ #Update_news

আরও পড়ুন

Scroll to Top