সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ মধ্যরাত বা আগামীকাল শুক্রবার সকালেই লন্ডনে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বিগত দু’দিন ধরে মেডিকেল বোর্ডের ধারাবাহিক বৈঠক ও পর্যালোচনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডা. জাহিদ বলেন, “গতকাল ও আজ মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এবং ম্যাডামের সবশেষ শারীরিক অবস্থার প্রেক্ষিতে যদি সবকিছু অনুকূলে থাকে, তবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ রাত বা কাল সকালের মধ্যেই তাকে লন্ডনে নেওয়া হবে। নির্ধারিত হাসপাতাল প্রস্তুত রয়েছে। সেখানে বিশেষায়িত চিকিৎসা গ্রহণ করবেন তিনি।”
তিনি আরও জানান, লন্ডনগামী এয়ার অ্যাম্বুলেন্সে দেশি-বিদেশি কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক, দুইজন বিদেশি ফিজিশিয়ানসহ একজন ‘অ্যারোনটিক্যাল বিশেষজ্ঞ চিকিৎসক’ ও থাকবেন, যাদের দায়িত্ব হবে পুরো যাত্রাপথে খালেদা জিয়ার অবস্থা নিবিড় পর্যবেক্ষণ করা।
গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর থেকে তিনি সিসিইউতে আছেন এবং তার অবস্থা “অপরিবর্তিত কিন্তু সংকটাপন্ন” বলে জানাচ্ছে মেডিকেল বোর্ড। বহুদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসের সমস্যা এবং চোখের নানা সমস্যায় ভুগছেন তিনি। সাম্প্রতিক দিনগুলোতে তার অবস্থার কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
এদিকে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিতে গতকাল রাতে চীন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে মেডিকেল বোর্ডে যোগ দেন। বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে তার চিকিৎসা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। দেশজুড়ে প্রার্থনা ও দোয়ায় ব্যস্ত বিএনপি নেতা-কর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
এমএফ/বিকল্পকন্ঠ
#KhaledaZia #BNPUpdate #LondonTreatment #AirAmbulance #BangladeshPolitics
Facebook Link – https://www.facebook.com/Bikalpokontho
Website Link – https://news.mahbubuniversalbusiness.com
YouTube Link – https://www.youtube.com/@BikalpoKontho
#bikolpokontho #বিকল্পকন্ঠ #Update_news