তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু মসজিদেই নয়—দেশের মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মীয় রীতি অনুযায়ী বিশেষ প্রার্থনার আয়োজন করতে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সর্বস্তরের মানুষকে নিজেদের অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
এর আগে, বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার আপডেট নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি প্রায় আধঘণ্টা হাসপাতালে অবস্থান করে পরিবার ও দলের নেতাদের মনোবল রাখার পরামর্শ দেন এবং দ্রুত রোগমুক্তির জন্য প্রার্থনার আহ্বান জানান।
গত কয়েকদিন ধরে সংকটাপন্ন অবস্থায় সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তার অবস্থা অপরিবর্তিত থাকায় দেশব্যাপী উদ্বেগ ও প্রার্থনার আবহ আরও জোরদার হয়েছে।
এমএফ/বিকল্পকন্ঠ
#KhaledaZia #PrayerCall #BNPNews #BangladeshPolitics #NationalAppeal
Facebook Link – https://www.facebook.com/Bikalpokontho
Website Link – https://news.mahbubuniversalbusiness.com
YouTube Link – https://www.youtube.com/@BikalpoKontho
#bikolpokontho #বিকল্পকন্ঠ #Update_news