প্রবাসীদের পোস্টাল ভোটে নিবন্ধন ২ লাখ ২৩ হাজার ছাড়াল — ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়াল ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৪৭১ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এ তথ্য জানা গেছে।
ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ৩ হাজার ৩৬২ জন পুরুষ এবং ২০ হাজার ১০৯ জন নারী ভোটার।
দেশভিত্তিক সর্বোচ্চ নিবন্ধন হয়েছে সৌদি আরবে — ৫১ হাজার ৫৭২ জন। এরপর যুক্তরাষ্ট্রে ১৯ হাজার ৫৭৮, কাতারে ১৩ হাজার ৮৯, সংযুক্ত আরব আমিরাতে ১২ হাজার ৪৯২, মালয়েশিয়ায় ১২ হাজার ১১৬, সিঙ্গাপুরে ১২ হাজার ১০৬, যুক্তরাজ্যে ১১ হাজার ১৯৬, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৫১০, কানাডায় ৯ হাজার ২৬৯ এবং ওমানে ৮ হাজার ৭০৭ জন নিবন্ধন করেছেন। এছাড়া অস্ট্রেলিয়া, ইতালি, জাপানসহ আরও দেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ভোটার যুক্ত হয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী ভোটারদের নিবন্ধন করা যাবে। এর আগে সময়সীমা ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত। সময় বাড়ানোর ফলে বিশ্বের যেকোনো দেশ থেকে অ্যাপ ডাউনলোড করে ভোটাররা নিবন্ধন করতে পারবেন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। সবাই যেন সহজেই অংশ নিতে পারে, সে জন্য প্রক্রিয়া উন্মুক্ত রাখা হয়েছে।”
ইসি অ্যাপ নিবন্ধনের সময় সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়ার আহ্বান জানিয়েছে। কারণ ঠিকানা ভুল হলে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও ব্যবহার করা যেতে পারে।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং এবার ১৪৮ দেশে পোস্টাল ভোটিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাপের মাধ্যমে ভোট দিতে হলে ভোটারকে অবশ্যই যে দেশে থাকবেন সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
এমএফ/বিকল্পকন্ঠ
#PostalVoteBD #DiasporaVoting2025 #BDElection13 #ECRegistrationUpdate #GlobalBangladeshiVoters