বার্ষিক পরীক্ষা শুরু, স্থগিত হলো ‘কমপ্লিট শাটডাউন’—শিক্ষার্থীদের স্বার্থেই সিদ্ধান্ত:
দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর কার্যক্রমে স্থবিরতা সৃষ্টিকারী ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করে আজ রোববার (৭ ডিসেম্বর) থেকে নিয়মিতভাবেই শুরু হচ্ছে বার্ষিক পরীক্ষা (তৃতীয় প্রান্তিক মূল্যায়ন)।
সহকারী শিক্ষক নেতাদের বদলির নির্দেশনা হঠাৎ জারি হলেও শিক্ষার্থীদের ক্ষতি ঠেকাতে মানবিক বিবেচনায় কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন শিক্ষকরা।
শনিবার (৬ ডিসেম্বর) শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়—কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থের কথা বিবেচনা করেই কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ থেকে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিতভাবে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী আন্দোলন বা কর্মসূচি আলোচনা সাপেক্ষে ঘোষণা করা হবে।
এর আগে গত ৩ ডিসেম্বর থেকে সহকারী শিক্ষকরা দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন। এতে প্রায় সব জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ হয়ে যায়।
তাদের মূল দাবি ছিল—অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের ঘোষণায় বেতন স্কেল উন্নয়ন সংক্রান্ত প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন।
শিক্ষকদের তিন দফা দাবি
১. অর্থ মন্ত্রণালয়ের ঘোষণামতে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে প্রজ্ঞাপন জারি।
২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
শিক্ষকদের কর্মবিরতি স্থগিত হওয়ায় স্থবির হয়ে পড়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আবারও স্বাভাবিক হতে যাচ্ছে। অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেছেন এবং শিক্ষার্থীরাও নিয়মিত শ্রেণি কার্যক্রমে ফিরতে পারবে।
এমএফ/বিকল্পকন্ঠ
#PrimaryEducationBD #TeacherMovement #AnnualExam2024 #EducationUpdate #SchoolShutDownStop