সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কাতারের পৃষ্ঠপোষকতায় জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের এই বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকায় পৌঁছাতে পারে।
জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সের সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও খালেদা জিয়ার লন্ডন যাত্রার দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি। সম্পূর্ণ সিদ্ধান্ত নির্ভর করছে তার মেডিকেল টিমের মূল্যায়ন ও শারীরিক অবস্থার ওপর। চিকিৎসায় জটিল পরিস্থিতি বিবেচনায় মেডিকেল বোর্ড বিষয়টিকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে মূল্যায়ন করছে।
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। তার দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা এবং অবনতি হওয়া অবস্থার কারণে মেডিকেল বোর্ডে লন্ডন ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের যুক্ত করা হয়েছে। তারা নিয়মিত তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আসছেন এবং উন্নত চিকিৎসার সম্ভাব্য সব বিকল্প নিয়ে আলোচনা করছেন।
উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে নেওয়ার পরিকল্পনা বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে। তবে তার শারীরিক অবস্থা ও ভ্রমণ উপযোগিতা এখনো নিশ্চিত না হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মেডিকেল বোর্ডের ‘গ্রিন সিগন্যাল’ মিললেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নেওয়া হবে।
বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছেন এবং তার উন্নত চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও তার স্বাস্থ্য নিয়ে ব্যাপক উদ্বেগ লক্ষ করা যাচ্ছে।
সবশেষ তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সের আগমন তার বিদেশ যাত্রার প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও সবকিছুই নির্ভর করছে মেডিকেল বোর্ডের চূড়ান্ত মূল্যায়নের ওপর।
এমএফ/বিকল্পকন্ঠ
#KhaledaZia #AirAmbulance #BangladeshPolitics #HealthUpdate #LondonTreatment