ঢাকার রোকেয়া হল প্রাঙ্গণে মঙ্গলবার অনুষ্ঠিত হলো রোকেয়া হল ছাত্রদলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল, যেখানে দেশের জাতীয়তাবাদী আন্দোলনের নেত্রী ও বিএনপির সম্মানিত চেয়ারপার্সন, সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনা করা হয়।
মাহফিলে ছাত্রদলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং দেশনেত্রীর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করে বিশেষ দোয়া পাঠ করেন। উপস্থিতরা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অমূল্য অবদান রেখেছেন এবং তার সুস্থতা ও রোগমুক্তি জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত।
ছাত্রদলের নেতারা বিকল্প কন্ঠ কে বলেন, এই দোয়া মাহফিলের মাধ্যমে তারা দেশের সকল ছাত্রছাত্রী ও সাধারণ জনগণের পক্ষ থেকে দেশনেত্রীর জন্য আন্তরিক শুভকামনা প্রকাশ করেছেন। মাহফিলটি শান্তিপূর্ণ ও সংহতি মূলক পরিবেশে সম্পন্ন হয়।
এমএফ/বিকল্পকন্ঠ
#বেগম_খালেদা_জিয়া #দোয়া_মাহফিল #ছাত্রদল #গণতন্ত্রের_মাতা #সুস্থতার_কামনা