মঙ্গলবার

১৯:২৬:০৯

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

পঞ্চদশ সংশোধনী মামলার শুনানি ৫ মার্চ স্থগিত

সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী বাতিল নিয়ে চলমান শুনানি আবারও পেছালো।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছয় সদস্যবিশিষ্ট বেঞ্চ শুনানি আগামী ৫ মার্চ পর্যন্ত মুলতবি করার আদেশ দেন। আদালতের এ সিদ্ধান্তে মামলার পরবর্তী অগ্রগতি আরও তিন মাস পিছিয়ে গেল।

এর আগে, ১৩ নভেম্বর হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। সেই অনুমতি পাওয়ার পর থেকেই নিয়মিত শুনানি চলছিল। আজকের কার্যদিবসে উভয়পক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত থাকলেও পূর্ণাঙ্গ শুনানি আর অনুষ্ঠিত হয়নি।

২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হওয়া পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। ওই বছরের ৩ জুলাই রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে সংশোধনীটি কার্যকর হয়। সংশোধনীর মাধ্যমে—

  • জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুকে সাংবিধানিক স্বীকৃতি,
  • নারীদের জন্য সংরক্ষিত আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০টি,
  • ধর্মনিরপেক্ষতা পুনর্বহাল,
  • রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন,
  • অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহের শামিল করে সর্বোচ্চ শাস্তির বিধান—ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করা হয়।

এই সংশোধনী চ্যালেঞ্জ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি হাইকোর্টে রিট করেন। পরে মামলায় সহায়তাকারী হিসেবে যুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণফোরামসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। আরও একটি পৃথক রিট করেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন।

দীর্ঘ শুনানি শেষে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট ঐতিহাসিক রায় দেন। রায়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল নিয়ে করা সংশোধনীর অংশটি অবৈধ ঘোষণা হয়। পাশাপাশি সংবিধানের ৭ক, ৭খ, ৪৪(২) ও ১৪২ অনুচ্ছেদ বাতিল করা হয়। এই রায়ের ফলে গণভোটের বিধানও সংবিধানে ফিরে আসে।

এই রায়ের বিরুদ্ধে সুজন সম্পাদকসহ মোট কয়েকজন লিভ টু আপিল করেন। বিএনপি, জামায়াত ও গণফোরামও আপিলের পক্ষে যুক্ত থাকে। আজ আপিল বিভাগ মামলার পরবর্তী শুনানি আগামী ৫ মার্চ নির্ধারণ করে নির্দেশ দেন।

এমএফ/বিকল্পকন্ঠ

#পঞ্চদশ_সংশোধনী #আপিল_বিভাগ #তত্ত্বাবধায়ক_ব্যবস্থা #সুপ্রিমকোর্ট #বাংলাদেশসংবিধান

আরও পড়ুন

Scroll to Top