মঙ্গলবার

১৫:৪৫:৫৫

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

বিগ ব্যাশ লিগ শুরু, রিশাদকে ঘিরে বাংলাদেশের প্রত্যাশা

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি–টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের নতুন আসরের পর্দা উঠছে পার্থ স্কর্চার্স ও সিডনি থান্ডারের মধ্যকার ম্যাচ দিয়ে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম লড়াই। বরাবরের মতো এবারের আসরেও থাকছে রোমাঞ্চ, উত্তেজনা আর তারকায় ভরা ক্রিকেট। তবে এবার বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ আরও বেশি, কারণ বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন।

এবারের আসরে হোবার্ট হারিকেনসের জার্সিতে খেলবেন রিশাদ। গত মৌসুমেও একই দলে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতিপত্র না পাওয়ায় অস্ট্রেলিয়ায় যাওয়া হয়নি। এবার অবশ্য আগেভাগেই বিসিবির ‘গ্রিন সিগন্যাল’ পেয়ে উড়াল দিয়েছেন এই তরুণ স্পিনার। ফলে বিগ ব্যাশে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত হলো।

রিশাদের ম্যাচ সূচি নিয়েও সমর্থকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। হোবার্ট হারিকেনস তাদের প্রথম ম্যাচ খেলবে ১৬ ডিসেম্বর। এরপর ১৮ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ, ২১ ডিসেম্বর মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে লড়াই। ২৬ ডিসেম্বর পার্থ স্কর্চার্স, ২৯ ডিসেম্বর আবারও রেনেগেডসের মুখোমুখি হবে হোবার্ট। নতুন বছরের শুরুতে ১ জানুয়ারি পার্থের বিপক্ষে এবং ৩ জানুয়ারি সিডনি থান্ডারের বিপক্ষে মাঠে নামবে দলটি। এরপর ৯ জানুয়ারি অ্যাডিলেড স্ট্রাইকার্স, ১১ জানুয়ারি সিডনি সিক্সার্স এবং ১৪ জানুয়ারি ব্রিসবেন হিটের বিপক্ষে লড়বে হোবার্ট হারিকেনস।

বিগ ব্যাশের নিয়ম অনুযায়ী একাদশে একসঙ্গে সর্বোচ্চ তিনজন বিদেশি খেলতে পারেন। হোবার্ট হারিকেনস দলে বিদেশি হিসেবে রয়েছেন রিশাদ হোসেন ছাড়াও ইংল্যান্ডের রেহান আহমেদ ও অভিজ্ঞ পেসার ক্রিস জর্ডান। জর্ডান গত দুই মৌসুমেই হোবার্টের হয়ে খেলেছেন এবং ডেথ ওভারে তার ওপরই সবচেয়ে বেশি ভরসা করে দলটি। এবারের ড্রাফটে প্রথম পছন্দ হিসেবে জর্ডানকে এবং দ্বিতীয় পছন্দ হিসেবে রিশাদকে দলে নেয় হোবার্ট।

সব মিলিয়ে বিগ ব্যাশে রিশাদের পারফরম্যান্সের দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ। ভালো করলে আন্তর্জাতিক ক্রিকেটেও তার প্রভাব পড়বে—এমন প্রত্যাশাই করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

 

এমএফ/বিকল্পকন্ঠ

#BigBashLeague #RishadHossain #BangladeshCricket #HobartHurricanes #BBL2025

 

আরও পড়ুন

Scroll to Top