বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন
দেশের স্বর্ণালংকার শিল্পের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সদ্য বিদায়ী সভাপতি ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। একই সঙ্গে দ্বিতীয়বারের মতো বাজুসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন ডায়মন্ড অ্যান্ড ডিভাসের কর্ণধার এনামুল হক খান দোলন।
রোববার দুপুরে রাজধানীর ইস্কাটনে বাজুসের কেন্দ্রীয় কার্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পরপরই নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা বসে। সেই সভায় সর্বসম্মত সিদ্ধান্তে সায়েম সোবহান আনভীরকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। একই সঙ্গে সংগঠনের সব সাবেক সভাপতিকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বাজুসের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রনজিত ঘোষ, ভাইস-প্রেসিডেন্ট ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, আজাদ আহমেদ ও অভি রায়সহ শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাজুস আরও সংগঠিত, শক্তিশালী ও আধুনিক হবে। স্বর্ণালংকার শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধান, ব্যবসাবান্ধব নীতি বাস্তবায়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের জুয়েলারি শিল্পের অবস্থান শক্তিশালী করতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর বাজুস প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন বিকল্প কন্ঠ কে বলেন, সদস্যদের স্বার্থ রক্ষা, স্বচ্ছ ব্যবসা পরিবেশ নিশ্চিত করা এবং সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিল্পের টেকসই উন্নয়নই হবে তাঁর প্রধান লক্ষ্য। প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীরও বাজুসের অগ্রযাত্রায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
স্বর্ণালংকার শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। নতুন নেতৃত্বের হাত ধরে বাজুস সেই খাতকে আরও গতিশীল ও আন্তর্জাতিক মানে উন্নীত করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এমএফ/বিকল্পকন্ঠ
#বাজুস #সায়েমসোবহানআনভীর #এনামুলহকখানদোলন #জুয়েলার্সশিল্প #বাংলাদেশব্যবসা