মঙ্গলবার

১৭:৪২:৩৭

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

যমুনা ফিউচার পার্কে হঠাৎ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ!

যমুনা ফিউচার পার্কে হঠাৎ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ

নিরাপত্তাজনিত কারণে যমুনা ফিউচার পার্কের আইভিএসি সাময়িক বন্ধ:

দেশে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে কেন্দ্রটির কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

আইভিএসির অফিসিয়াল ওয়েবসাইট ivacbd.com-এ প্রকাশিত এক নোটিশে বলা হয়, “চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে জানানো যাচ্ছে যে, যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আজ দুপুর ২টায় বন্ধ হয়ে যাবে।” তবে এই বন্ধ কতদিন চলবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

নোটিশে আরও উল্লেখ করা হয়, আজ যেসব আবেদনকারীর ভিসা সাবমিশনের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তী সময়ে নতুন তারিখে স্লট প্রদান করা হবে। এ বিষয়ে আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং নিয়মিত ওয়েবসাইট বা হটলাইনের মাধ্যমে হালনাগাদ তথ্য জানার অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে দেশে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাজনৈতিক কর্মসূচি, সহিংসতা এবং নানা ধরনের অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিকভাবে সতর্ক অবস্থানে রয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ২০২৫ সালের প্রথম নয় মাসে রাজনৈতিক সহিংসতায় শতাধিক মানুষ নিহত হয়েছে। এই প্রেক্ষাপটে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইভিএসি বন্ধের সিদ্ধান্তকেও সেই সতর্কতার অংশ হিসেবে দেখছেন অনেকে।

ভিসা আবেদনকারীদের যেকোনো তথ্য জানার জন্য আইভিএসির অফিসিয়াল ওয়েবসাইট ivacbd.com অথবা হটলাইন নম্বর ০৯৬১২ ৩৩৩ ৬৬৬ ও ০৯৬১৪ ৩৩৩ ৬৬৬-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

 

এমএফ/বিকল্পকন্ঠ

#আইভিএসি #ইন্ডিয়ানভিসা #যমুনাফিউচারপার্ক #নিরাপত্তাপরিস্থিতি #ভিসা_সংবাদ

আরও পড়ুন

Scroll to Top