মঙ্গলবার

১৫:৪৫:০৬

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

ফ্যাসিবাদের বিরুদ্ধে সংস্কৃতির সংগ্রামের প্রতীক শহীদ শরীফ ওসমান হাদী

ফ্যাসিবাদের বিরুদ্ধে সংস্কৃতির সংগ্রামের প্রতীক শহীদ শরীফ ওসমান হাদী

সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক শহীদ শরীফ ওসমান হাদী, দেশপ্রেম ও সাহসের উত্তরাধিকার রেখে গেলেন তরুণ নেতা:

ঢাকা: তরুণ রাজনীতিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন এক অনমনীয় সাহসের প্রতীক। দেশপ্রেম, গণতন্ত্র ও সাংস্কৃতিক স্বাধীনতার প্রশ্নে যিনি কোনোদিন আপস করেননি। ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর লড়াই কেবল রাজপথে সীমাবদ্ধ ছিল না; বরং শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক চেতনার মাধ্যমে তিনি স্বৈরশাসনের ভিত্তিকে চ্যালেঞ্জ জানিয়েছেন।

রাজনৈতিক সহকর্মী ও সাংস্কৃতিক কর্মীদের মতে, শরীফ ওসমান হাদী বিশ্বাস করতেন—স্বাধীনতা শুধু রাজনৈতিক দাবি নয়, এটি একটি সাংস্কৃতিক সংগ্রামও। সেই বিশ্বাস থেকেই তিনি তরুণদের যুক্ত করেছিলেন সংস্কৃতিভিত্তিক প্রতিরোধে। কবিতা, গান, আলোচনা ও প্রতিবাদী আয়োজনের মাধ্যমে তিনি অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখেন।

সম্প্রতি তাঁর ওপর সংঘটিত নির্মম হত্যাকাণ্ড দেশজুড়ে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাংস্কৃতিক জোট এই হত্যাকাণ্ডকে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সহকর্মীরা বলছেন, শরীফ ওসমান হাদী কোনো একক ব্যক্তি ছিলেন না—তিনি ছিলেন একটি আদর্শের নাম। তাঁর জীবন ছিল সংক্ষিপ্ত, কিন্তু প্রভাব ছিল গভীর ও দীর্ঘস্থায়ী। তরুণ সমাজের কাছে তিনি রেখে গেছেন সাহস, নৈতিকতা ও সাংস্কৃতিক দায়বদ্ধতার উত্তরাধিকার।

বিশ্লেষকদের মতে, এই হত্যাকাণ্ড আবারও প্রমাণ করেছে যে মত ও আদর্শ দমনে সহিংসতার পথ নেওয়া হচ্ছে। তবে ইতিহাস সাক্ষ্য দেয়—ব্যক্তিকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে নয়। শরীফ ওসমান হাদীর চিন্তা ও দর্শন আগামী দিনের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনে প্রেরণা হয়ে থাকবে।

শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে বিভিন্ন স্থানে শোকসভা ও সাংস্কৃতিক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীরা প্রত্যয় ব্যক্ত করেছেন—তাঁর দেখানো পথে থেকেই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে।

 

এমএফ/বিকল্পকন্ঠ

#শহীদ_শরীফ_ওসমান_হাদী #সাংস্কৃতিক_প্রতিরোধ #গণতন্ত্র #তারুণ্যের_প্রেরণা #আদর্শ_অমর

 

আরও পড়ুন

Scroll to Top