মঙ্গলবার

১৫:৪৭:৫৫

২৩ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ, ১৪৩২

১ রজব, ১৪৪৭

Edit Content

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. ধর্ম
  3. নামাজে সাহু সিজদার নিয়ম

ওসমান হাদি হত্যা মামলা ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন হবে : আইন উপদেষ্টা

ওসমান হাদি হত্যা মামলা ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন হবে : আইন উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। সোমবার (২২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে। তিনি জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট দাখিলের পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যেই বিচার কার্যক্রম শেষ করার বিধান রয়েছে। সরকার সেই আইন অনুসারেই বিচার প্রক্রিয়া পরিচালনা করবে।

আইন উপদেষ্টার এই ঘোষণাকে ওসমান হাদির পরিবার, সহকর্মী ও সমর্থকরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এই হত্যাকাণ্ড শুধু একজন রাজনৈতিক নেতাকে নয়, বরং জুলাই গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা ছিল। দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করা হলে তা দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধারে ভূমিকা রাখবে।

এর আগে ওসমান হাদি হত্যার বিচার দ্রুত শেষ করার দাবিতে মাঠে নামে ইনকিলাব মঞ্চ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের বলেন, “এই হত্যাকাণ্ডের বিচার দীর্ঘসূত্রতায় নেওয়া যাবে না। দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক পেশাদার তদন্ত সংস্থার সহায়তা নিতে হবে। আমরা কোনো তথাকথিত ‘বন্দুকযুদ্ধ’ চাই না, আমরা চাই প্রকাশ্য ও ন্যায়বিচার।”

তিনি আরও বলেন, ওসমান হাদি ছিলেন ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। তাকে হত্যার মাধ্যমে একটি রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই হত্যার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলন ও মতপ্রকাশ আরও ঝুঁকির মুখে পড়বে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যু ঘিরে দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

আইন উপদেষ্টার ঘোষণার পর এখন সবার প্রত্যাশা—নির্ধারিত সময়ের মধ্যেই একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে।

এমএফ/বিকল্পকন্ঠ

#ওসমানহাদিহত্যা #দ্রুতবিচার #ইনকিলাবমঞ্চ #AsifNazrul #JusticeForHadi

 

 

আরও পড়ুন

Scroll to Top