শনিবার

১০:৩৭:০৮

২৭ ডিসেম্বর, ২০২৫

১২ পৌষ, ১৪৩২

৫ রজব, ১৪৪৭

Edit Content

শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন সোমবার

১১ বছরের শিশুসহ অ্যান্টার্কটিকার পথে ২৭ বাংলাদেশি

অনলাইন ডেস্ক:

১১ বছরের শিশুসহ ২৭ বাংলাদেশি নাগরিক বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ অ্যান্টার্কটিকার উদ্দেশে রওনা হয়েছেন। আর্জেন্টিনার সর্বদক্ষিণের উশুয়াইয়াহ বন্দর থেকে তারা এমভি প্ল্যানসিয়াস নামক জাহাজে করে রওনা হয়েছেন।

জানা যায়, ২৭ বাংলাদেশিসহ ১১২ অভিযাত্রী রয়েছে জাহাজটিতে। বাংলাদেশি ২৭ জনের মধ্যে ১৩ জন দেশ থেকে রওনা হন, অন্যরা প্রবাসী বাংলাদেশি। ১১ বছরের জারিতা দলটির কনিষ্ঠতম সদস্য। তার সঙ্গে রয়েছে মা-বাবা।

সফরকারী দলের সদস্য পর্যটক তারেক অণু নিজের ফেসবুক ওয়ালে একটি গ্রুপ ছবি পোস্ট করে লিখেছেন, ‘অ্যান্টার্কটিকার পথে ২৭ জন বাংলাদেশি (সবাই অবশ্য ছবিতে নেই)। …১১ থেকে ৮০—সকল বয়সের নানা পেশার, কিন্তু ভ্রমণের নেশায় আক্রান্ত সকলেই। এমন ভ্রমণ এর আগে হয়নি, কোনো দিন হবে কি না কে জানে।’

গত ৬ ডিসেম্বর উশুয়াইয়াহ বন্দর থেকে জাহাজে ওঠেন অভিযাত্রীরা। ২১ দিনের অভিযান শেষে একই বন্দরে ফিরবেন ২৫ ডিসেম্বর।

আরও পড়ুন

Scroll to Top